ব্রেকিং নিউজ
মসজিদে তালা দিয়ে অগ্নিসংযোগ করে ১১ মুসল্লিকে হত্যা ক্যান্সার আক্রান্ত স্কুলছাত্রের চিকিৎসা সহায়তায় এগিয়ে এলেন "সুন্দরবন নিউজ" ‘কেস খেলবা, আসো অভিনেত্রী নিপুণকে ডিপজল হাদিসের প্রভাষক শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ সুধা রানীর ইভটিজিংয়ের মিথ্যা অভিযোগ দেওয়ায় জাবি ছাত্রীকে অর্থদণ্ড এবং দুই ছাত্র বহিষ্কার খুলনা পাইকগাছায় ২১বছর পর ৫৫টি পরিবার পেল নতুন যাতায়াতের রাস্তা
×

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৫/১২/২০২৩, ৭:৩৬:৫৩ AM

প্রতারণার আরেক এমএলএম কোম্পানি ‘অনপেসিভ’ , বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে অনপেসিভ এমএলএম কোম্পানি ‘অনপেসিভে’ বিনিয়োগ, লেনদেন ও প্রচারণার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এনিয়ে সতর্কবার্তা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থাটি। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) কেন্দ্রীয় ব্যাংককের সহকারী মুখপাত্র সাঈদা খানম এই তথ্য নিশ্চিত করেছে।

প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে অনপেসিভ এমএলএম কোম্পানি ‘অনপেসিভে’ বিনিয়োগ, লেনদেন ও প্রচারণার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এনিয়ে সতর্কবার্তা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থাটি। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) কেন্দ্রীয় ব্যাংককের সহকারী মুখপাত্র সাঈদা খানম  এই তথ্য নিশ্চিত করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ইতিপূর্বে বাংলাদেশের বিভিন্ন পঞ্জি স্ক্রিম বা মাল্টি লেভেল মার্কেটিং (এমএলএম) প্রতিষ্ঠান কর্তৃক বিভিন্ন ধরনের প্রতারণার ঘটনা সংঘটনের মাধ্যমে সাধারণ মানুষের বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের ঘটনা সংঘঠিত হওয়ার নজির পরিলক্ষিত হয়েছে। সম্প্রতি অনপেসিভ (www.onpassive.com) নামে অনুরূপ একটি এমএলএম প্রতিষ্ঠানের বাংলাদেশে কার্যক্রম পরিচালনার বিষয়টি নজরে এসেছে। অনপেসিভ নামক এ পঞ্জি স্কিমে ইতোমধ্যে  বাংলাদেশের বিপুল সংখ্যক বিনিয়োগকারী বিনিয়োগ করে প্রতারিত হয়েছেন। উল্লেখ্য, মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ অনুযায়ী প্রতারণা একটি সম্পৃক্ত অপরাধ। 

অনপেসিভ বা এ ধরনের প্রতারণমূলক পঞ্জি স্কিমে বিনিয়োগ, লেনদেন, লেনদেনের সহায়তা প্রদান ও প্রচার করে আনার সংঘটন হতে বিরত থাকার জন্য সকলকে অনুরোধ জানানো হচ্ছে।